- চতুরঙ্গ
- টটেনহ্যামকে উড়িয়ে ফেরার ইঙ্গিত রেডসদের
টটেনহ্যামকে উড়িয়ে ফেরার ইঙ্গিত রেডসদের

ছবি: গোল
শীর্ষ থেকে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে লিভারপুল। আগের চার ম্যাচে ছিল না কোন জয়। লিগ টেবিলে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়েছে বেশ। অনেকে তাই রেডসদের আধিপত্যের শেষ দেখে ফেলেছিল। তবে টটেনহ্যামের মাঠে ৩-১ গোলে জিতে জার্গেন ক্লপ বুঝিয়ে দিয়েছেন, শেষ বলে দেওয়ার সময় এখনও আসেনি।
স্পার্সদের বিপক্ষে মোহামেদ সালাহ-রর্বাতো ফিরমিনোরা শুধু জয় তুলে নেয়নি। ফর্মে ফেরার দারুণ ইঙ্গিত দিয়েছেন। তবে স্পার্সদের মাঠে হোসে মরিনহোর দলের বিপক্ষে গোলের খেলা অবশ্য হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো।
চলতি মৌসুমে অফ ফর্মে থাকা ফিরমিনো দিয়েছেন ফেরার ইঙ্গিত। এর আগে লিগ কাপের এক ম্যাচে জোড়া গোলে সহায়তা দিয়েও সেই আশার পালে হাওয়া দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ট্রেন্ট আলেক্সজান্ডার অরনাল্ড গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি স্পার্সরা।
দুই মিনিট পরেই টটেনহ্যামের হোজবার্গ গোল করে দলকে লড়াইয়ে ফেরান। ব্যবধান কমিয়ে নিয়ে আসেন ২-১ গোলে। সমতায় ফেরার সুযোগ তৈরি করেন। কিন্তু লিভারপুলের সেনেগালিচ ফরোয়ার্ড সাদিও মানে ৬৫ মিনিটে গোল করে মরিনহোর দলকে কোণঠাসা করে ফেলেন।
পরে আর ম্যাচে ফিরতে পারেনি টটেনহ্যাম। ঘরের মাঠে এই হারে লিগের শুরুতে পয়েন্ট টেবিলে রাজত্ব করতে থাকা টটেনহ্যাম নেমে গেছে ছয়ে। লিভারপুলের হয়ে বড় এই ম্যাচে ফিরমিনো-মানের গোল ছাড়াও মাঝমাঠে আলো ছড়িয়েছেন গিনি উইজনালডম ও থিয়াগো আলকানতারা। ছন্দে ছিলেন অ্যাডাম মিলনারও।
মন্তব্য করুন