কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পর সিরিজ বিস্ফোরণে ৯ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ সেনাসদস্য রয়েছেন। 

শুক্রবার মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাম্বিল প্রদেশের সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ঘাঁটিতে প্রকৌশল কাজে ব্যবহারের বিস্ম্ফোরক মজুদ ছিল। আগুন নেভাতে গিয়ে ওই ৫ সেনার মৃত্যু হয় বলেও জানিয়েছেন ইয়েরমেকবায়েভ।

বৃহস্পতিবার জাম্বিলের ওই সামরিক ঘাঁটিতে আগুন লাগার পরপরই কর্তৃপক্ষ কয়েকশ লোককে আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেয়। এএফপি।