- চতুরঙ্গ
- নিউজের নিচে কমেন্ট করে গ্রেপ্তার হলেন বিএনপি নেতা
নিউজের নিচে কমেন্ট করে গ্রেপ্তার হলেন বিএনপি নেতা

বিএনপি নেতা আবুল কালাম আজাদ
পদ্মা সেতু নিয়ে ফেসবুকে শেয়ার করা একটি সংবাদের নিচে অশ্লিল কমেন্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির এক নেতা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আবুল কালাম আজাদ নামের ওই ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার তিন নম্বর চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ২৩ জুন পদ্মা সেতু উদ্বোধনের আগে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেটি ফেসবুকে শেয়ার করার পর সেখানে আজাদ অশ্লিল কমেন্ট করেন। ওই কমেন্ট নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ ২৫ জুন আজাদের মোবাইল ফোন জব্দ করে সত্যতা যাচাইয়ের জন্য। এর পর ২৭ জুন রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে আজাদের দাবি, তার ফেসবুক আইডি হ্যাক করে এ ধরনের কমেন্ট করা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান সমকালকে জানান, তার বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন