- চতুরঙ্গ
- পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, অপারেশনে অপসারণ
পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, অপারেশনে অপসারণ

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে এক বৃদ্ধকে তুলে নিয়ে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের বিরুদ্ধে। রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওই টর্চলাইটটি অপসারণ করা হয়েছে।
ওই ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামে ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধের নাম শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারি।
রোববার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভান্ডারির ছেলে ইউপি মেম্বার মোহাম্মদ রিপন জানান, তাঁর বাবা চট্টগ্রামের মাইজভান্ডারীর মুরিদ। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের অনুসারী। সেই সুবাদে মেয়র মনজুর আলম চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামে একটি মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। ওই মসজিদের নির্মাণকাজের তদারকি করছেন তাঁর বাবা। মসজিদ নির্মাণ করার সময় স্থানীয় চরওয়াপদা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়া ও তাঁর অনুসারী যুবলীগ নেতা ও ইউপি মেম্বার তানভীর উদ্দিন তাঁর বাবাকে মসজিদ নির্মাণ করতে বাধা দেন।
রিপন আরও জানান, বাধা উপেক্ষা করে মসজিদ নির্মাণ করতে গেলে চেয়ারম্যানের নির্দেশে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাঁরা শেখ নাসিরের ওপর ক্ষিপ্ত হন। চাঁদা দাবির ঘটনায় শেখ নাসির বাদী হয়ে তানভীর উদ্দিন মেম্বারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে গত ৭ জুন আদালতে একটি মামলাও করেছেন।
রিপন জানান, এ ঘটনার জেরে শুক্রবার গভীর রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহনেওয়াজ ও তানভীরসহ ১০-১২ জন অস্ত্রের মুখে বাবাকে চরবৈশাখী গ্রামের একটি বাড়িতে নিয়ে মারধর করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাবার মুখ গামছা বেঁধে পায়ুপথে একটি কালো রঙের ১২ ইঞ্চি লম্বা টর্চলাইট ঢুকিয়ে দেয়। এ সময় প্রচুর রক্তক্ষরণে তাঁর বাবা অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন।
‘নাসিরকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার প্রায় ১ ঘণ্টা পর তাঁর বাবার জ্ঞান ফিরে এলে তিনি তীব্র ব্যথা নিয়ে বাড়িতে যান। সারারাত তিনি তীব্র ব্যথায় ঘুমাতে পারেননি। শনিবার অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে এক্স-রে করে দেখা যায়, পেটের ভেতর একটি টর্চলাইট রয়েছে। পরে রোববার অপারেশনের মাধ্যমে টর্চলাইটটি অপসারণ করা হয়।’ যোগ করেন রিপন।
তবে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পুরো বিষয়টিই অস্বীকার করেন। তানভীর অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি।
তবে নোয়াখালী জেনারেল হাসপাতালের আসাবিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালের সার্জন ডা. ফজলুর রহমান মানিক অস্ত্রোপচার করে একটি টর্চলাইট বের করেন। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার স্থানটি চরজব্বার থানার অধীনে। এ থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, বিষয়টি লোকমুখে শুনে তিনি রোববার বিকেলে ওই বৃদ্ধের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই বৃদ্ধ লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন