- চতুরঙ্গ
- ভারত থেকে ডিজেল কেনার আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে ডিজেল কেনার আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারত থেকে ডিজেল কেনার আলোচনা চলছে। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। এ বছরের কোনো একটা সময় উদ্বোধন হবে।
এদিকে চার দিনের সফরে বর্তমানে ভারতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তার সফরের দ্বিতীয় দিন। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই করা হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন