- চতুরঙ্গ
- ইবি উপাচার্যর অডিও ফাঁস নিয়ে শিক্ষক সংগঠনের তদন্ত কমিটি
ইবি উপাচার্যর অডিও ফাঁস নিয়ে শিক্ষক সংগঠনের তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের 'কণ্ঠসদৃশ' বিভিন্ন ধরণের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করেছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। মঙ্গলবার ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিন সদস্যের এ কমিটিতে রয়েছেন- ফোরামের সদস্য ও বাংলা বিভাগের অধ্যাপক রবিউল হোসেন, আইসিটি বিভাগের ড. সাদেক আলী ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।
কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে অডিও এবং এ সংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরসমূহ সংগ্রহপূর্বক একটি প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে। প্রতিবেদনটি আগামী ২৬ ফেব্রুয়ারি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন