- চতুরঙ্গ
- রাঙামাটিতে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রাঙামাটিতে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় চান্দের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ীর (জীপ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ ঘটনাস্থলে মারা যান। এতে আরও একজন আহত হন। তবে তার নাম জানা যায়নি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরিফ শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মো. রবি হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নুরুল আমিন জানান, ঘটনার পর চান্দের গাড়ির চালক পালিয়েছেন।
মন্তব্য করুন