- চতুরঙ্গ
- বঙ্গবন্ধুর জন্মদিনে টিভি আয়োজন
বঙ্গবন্ধুর জন্মদিনে টিভি আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন চলছে। পাশাপাশি টিভি চ্যানেলগুলো তাঁর স্মরণে প্রচার করছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান।
বিটিভিতে সকাল ৯টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মার্চের উত্তাল দিনগুলো’। এর পরই সাড়ে ৯টার আয়োজনে থাকছে সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিবেদিত গান’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিশ্লেষণ। সাড়ে ৮টায় প্রচার হবে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’।
এনটিভিতে সকাল ৬টা ১৫ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘রহমান : দ্য ফাদার অব বেঙ্গল’। ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘জয় বাংলা’। এরপর ১০টা ৫ মিনিটে থাকছে ভিন্নধর্মী আয়োজন ‘দুরন্ত খোকা’। দুপুর ১টায় প্রচার হবে অ্যানিমেশন ছবি ‘মুজিব আমার পিতা’।
সর্বশেষে রাত সাড়ে ১১টায় সরাসরি সম্প্রচার করবে আলোচনা অনুষ্ঠান ‘রূপকথার রাত’। এতে অতিথি হিসেবে থাকবেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী জহির ও রাকিবুল হাসান। উপস্থাপনা করবেন লাবণ্য।
বাংলাভিশন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার করবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নির্মিত অনুষ্ঠান ‘আমাদের বাতিঘর’। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি মাছরাঙা টেলিভিশন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার করবে তথ্যচিত্র ‘শৈশবে বঙ্গবন্ধু’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাশেদ আহমেদ। বৈশাখী টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুকে উৎসর্গ করা গানের অনুষ্ঠান ‘জন্মভূমি’। এতে গাইবেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, শিল্পী বিশ্বাস ও অবন্তী সিঁথি।
সকাল ৮টা ২০ মিনিটের ‘বৈশাখীর সকালের গান’-এ থাকছে শিল্পী তিমির নন্দী, আলম আরা মিনু, আগুন, লিজা, অণিমা রায়, সন্দীপন, চৈতী মুৎসুদ্দী ও শবনম প্রিয়াংকার পরিবেশনা। এরপর ৯টায় প্রচার হবে মুক্তিযুদ্ধের সিনেমার গানের আয়োজন ‘মিউজিক অ্যালবাম’।
বিশেষ নাটক ‘চেতনায় মুজিব’ প্রচার হবে রাত ৮টায়। টিপু আলম মিলনের রচনায় নাটকটি পরিচালনা করছেন আকাশ রঞ্জন। অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, অনামিকা, তন্ময় সোহেল প্রমুখ।
এর পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আলোচনা অনুষ্ঠান, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, নাটক, সিনেমাসহ থাকছে আরও বেশ কিছু আয়োজন।
মন্তব্য করুন