- চতুরঙ্গ
- বেলায়েত হোসেন ফের বিএফএফইএর সভাপতি
বেলায়েত হোসেন ফের বিএফএফইএর সভাপতি

ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী বেলায়েত হোসেন তৃতীয়বারের মতো বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদ ফিস প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওরিয়েন্টাল ফিস প্রসেসিং অ্যান্ড কালচারের ব্যবস্থাপনা পরিচালক সেখ মো. আব্দুল বাকি খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং রিভারেইন ফিস অ্যান্ড ফুড প্রসেসিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান চৌধুরী চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচিত পরিচালকরা হলেন মাহী ফিস প্রসেসিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, আমান সি ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি এস. হুমায়ুন কবির, এপেক্স ফুডসের পরিচালক অসীম কুমার বড়ুয়া, সী ফ্রেশের এমডি মো. মাসুদুর রহমান, এম.ইউ সী ফুডসের এমডি শ্যামল দাস, আছিয়া সী ফুডসের এমডি তারিকুল ইসলাম জহীর, রূপালী সী ফুডসের এমডি শেখ কামরুল আলম প্রমুখ।
মন্তব্য করুন