রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের ওপর হামলার ঘটনায় ওই শাখার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব।

এ বিষয়ে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বহিষ্কৃত দুইজন এর আগেও এক যুগ্ম আহ্বায়ককে মারধর করেছিল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল তাদের সতর্ক করে। এরপর গত ডিসেম্বর আবার এক যুগ্ম আহ্বায়ককে মারধর করে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাদের অব্যাহতি দেয়। আমি তাদেরকে শুধরানোর জন্য সময় চেয়ে অনুরোধ করলে কেন্দ্র আবার তাদের সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেয়। কিন্তু ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের তারা পুনরায় লোকবল নিয়ে দলের সদস্যসচিবের ওপর হামলা করে। এ ঘটনায় সদস্য সচিব কেন্দ্রীয় ছাত্রদলকে অভিযোগ করলে তাদের সাময়িক বহিষ্কার করে।

তিনি অভিযোগ করেন, এ দুইজন সরকার দলের ইন্ধনে ছাত্রদলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। সেজন্য বারবার বিশৃঙ্খলা করছে।

গত ২৯ ডিসেম্বর ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করে ছাত্রদল। সভার এক পর্যায়ে ২০-২৫ জন রাবির শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীনের ওপর হামলা করে।