- চতুরঙ্গ
- শিক্ষার্থীদের মুখে ৭ ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
শিক্ষার্থীদের মুখে ৭ ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

৭টি বিদেশি ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুনিয়েছেন ফরিদপুরের শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থেকে এ ভাষণ শোনেন।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে এই ভাষণ উৎসবের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেতুমন্ত্রী প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন