- চতুরঙ্গ
- মেট্রোরেল দিনে ১২ ঘণ্টা চালানোর পরিকল্পনার খবরটি সঠিক নয়
মেট্রোরেল দিনে ১২ ঘণ্টা চালানোর পরিকল্পনার খবরটি সঠিক নয়

ফাইল ছবি
আগামী ২১ মে থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চালানোর খবরটি সত্য নয়। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার পরিচলনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম, এ, এন, ছিদ্দিক সমকালকে জানিয়েছেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে।
সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়ানো একটিতে বলা হয়েছে, ২১ মে থেকে সকাল ৮টা থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেলের ট্রেন। শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি। এম, এ, এন, ছিদ্দিক সমকালকে বলেছেন, এ চিঠির সত্যতা নেই। চিঠিটি ডিএমটিসিএল’র নয়। আপাতত ট্রেন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্তই চলবে। ধাপে ট্রেনে পরিচালনার সময় বাড়বে।
উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইনের (এমআরটি-৬) দিয়বাড়ি-আগারগাঁও অংশে গত ২৮ ডিসেম্বর ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দুই মাসে এই রুটের বাকি সাতটি স্টেশন চালু হয়। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলছে ট্রেন। ডিএমটিসিএল জানিয়েছে, আগামী জুলাইয়ে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ট্রেন।
এম, এ, এন, ছিদ্দিক সমকালকে বলেছেন, ধাপে ধাপে ট্রেন চলাচলের সময় বাড়ানোর কয়েকটি প্রস্তাব রয়েছে। সিদ্ধান্ত নিতে শিগগির এ সংক্রান্ত বৈঠক হবে। আগামী মাস থেকে রাত আটটা পর্যন্ত এবং জুলাই থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চালানো হবে কিনা- প্রশ্নে তিনি বলছেন, পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে জনবল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রাপ্যতার বিষয় রয়েছে। ট্রেন পরিচালনার সময় বৃদ্ধির সিদ্ধান্ত হলে ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে জানাবে। মেট্রোরেলের নামে অনেকগুলো ফেসবুক পেইজ রয়েছে, সেগুলোর খবর দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।
তবে ডিএমটিসিএল সূত্রে জানা যায়, জুন থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন পরিচালনার একটি প্রস্তাব রয়েছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিট অন্তর এবং সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফ-পিক আওয়ার ১৫ মিনিট বিরতিতে ট্রেন চালানোর প্রাথমিক প্রস্তাব রয়েছে। আবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিটে বিরতিতে এবং ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে মঙ্গলবার মেট্রোরেল বন্ধ থাকে। শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, ডিএমটিসিএল সূত্রে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়। তবে এই খবরটি সঠিক নয় বলে সন্ধ্যায় সমকালকে নিশ্চিত করেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার পরিচলনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম, এ, এন, ছিদ্দিক।
মন্তব্য করুন