বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই বিএনপি নেতা পলাতক থাকলেও তার ছেলে নাজমুল হাসান হৃদয় (২৩), ভাগিনা ইসমাইল হোসেন রাকিব (২২) ও জুনায়েদ হোসেন (২৪) নামের তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

শনিবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা আবদুর রহমানের অশালীন বক্তব্য ও তিনজনকে আটকের বিষয়টি সমকালকে জানান সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর সেটি প্রশাসনের নজরে আসে। শুক্রবার সারাদিন তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ। তার আগেই পালিয়ে যান আবদুর রহমান।

এদিকে উপজেলায় ছাতারপাইয়া ইউনিয়নে শনিবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিএনপি নেতা চেয়ারম্যান আবদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। তার ছেলে নাজমুল হাসান হৃদয়সহ তিনজনকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।