- চতুরঙ্গ
- ‘আমি তোমাদের ভালোবাসি’, বাংলাদেশে আসবেন জানিয়ে মার্টিনেজ
‘আমি তোমাদের ভালোবাসি’, বাংলাদেশে আসবেন জানিয়ে মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ। ছবি: ফাইল
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলকাতা ও বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রথমবার ভারতীয় উপমহাদেশ সফর নিয়ে উচ্ছ্বসিত তিনি।
এছাড়া বাংলাদেশ ও কলকাতার আর্জেন্টাইন ভক্তদের মুখোমুখি হতে উদগ্রীব জানিয়েছে মার্টিনেজ লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’
সবাইকে শুভেচ্ছা জানিয়ে মার্টিনেজ লিখেছেন, ‘৩-৫ জুলাই আমি প্রথমবার আমার ভারতীয় উপমহাদেশ সফর করবো। মোহনবাগানের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়াসহ সেখানে নানা চ্যারিটি উদ্যোগে অংশ নেব। এরসঙ্গে ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হওয়া, পৃষ্ঠপোষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের প্রচুর ভক্ত আছেন। তাদের মুখোমুখি হতে আমি উদগ্রীব। এই উদ্যোগ নেওয়ার জন্য শতদ্রুকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’
আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। পরে মার্টিনেজেই ঢাকা সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
শতদ্রু দত্ত সমকালকে তখন জানান, তিনি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে এমি নিজে থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কলকাতা থেকে ঢাকা কতদূরে এসব খোঁজ-খবর নেন। প্রয়োজনীয় স্পন্সর খুঁজে তার বাংলাদেশে আসার বিষয়টি দেখভাল করার অনুরোধ করেন।
মার্টিনেজ ৩-৫ জুলাই ভারতীয় উপমহাদেশ সফরের কথা জানিয়েছেন। এর মধ্যে সব ঠিক থাকলে ৩ জুলাই ভোরে ঢাকায় নামবেন তিনি। ঢাকায় নানা অনুষ্ঠানে অংশ নিয়ে পরদিন সকালে কলকাতা যাবেন। সেখানে ৪ ও ৫ জুলাই নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরবেন ইংল্যান্ডে।
মন্তব্য করুন