- চতুরঙ্গ
- পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষকে ওএসডি
অর্থ আত্মসাতের অভিযোগ
পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষকে ওএসডি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার
বিভিন্ন তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব চৌধুরী সামিনা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. হুমায়ুন কবিরকে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হলো। তাকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে।
জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরে কলেজ তহবিলের বিভিন্ন খাত থেকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে। ২০২১ সালের জুন মাসে তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। দুদকের প্রাথমিক তদন্তে ৫৬ লাখ ৮ হাজার ৮৬ টাকা আত্মসাতের প্রমাণ মেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, হুমায়ুন কবির কলেজ ছাত্রসংসদ তহবিল থেকে ৫ লাখ ২ হাজার টাকা, উন্নয়ন তহবিল থেকে ১৯ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা, বিবিধ তহবিল ১৩ লাখ ৪ হাজার ৪২ টাকা এবং বেসরকারি আদায় তহবিল থেকে ১৮ লাখ ৩ হাজার ৭০৬ টাকা তুলে আত্মসাৎ করেছেন।
মামলার কার্যক্রমের অংশ হিসেবে গত ২৯ মার্চ জেলা দুদক কার্যালয়ে হুমায়ুন কবিরকে তলব করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক খায়রুল হক সাংবাদিকদের জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অভিযুক্ত অধ্যক্ষের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। স্বার্থান্বেষী মহল মাউশি মহাপরিচালককে ভুল বুঝিয়ে এই বদলির আদেশ করিয়েছে।
মন্তব্য করুন