- চতুরঙ্গ
- বিশ্বনাথে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫
বিশ্বনাথে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫

বিশ্বনাথ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরান আহমদ, নুমান আহমদ, এনামুল ইসলাম, লায়েক আহমদ ও নাঈম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া আহত ওই ছাত্রদল নেতারা পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হামলায় ছাত্রলীগের উজ্জল আহমদ, রেজা আহমদ ও আতিকুল ইসলামসহ ৫ জন আহত হন।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ সমকালকে বলেন, অন্যায়ভাবে হঠাৎ কলেজে ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জানান, ক্যাম্পাসে গিয়ে ছাত্রদল প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিক্ষোভ মিছিল করলে তাঁরা বাধা দেন। ছাত্রদলের হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
মন্তব্য করুন