সৈকতে ফুটবল খেলতে গিয়ে ভেসে গেল মাদ্রাসাছাত্র
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে মোহাম্মদ আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্র।
বুধবার বিকেল ৩টার দিকে টেকনাফ মহেষখালীয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে। সে গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার বিকেলে সমবয়সী একদল কিশোরের সঙ্গে সৈকতে ফুটবল খেলছিল মোহাম্মদ আলী। এক পর্যায়ে বলটি পানিতে গিয়ে পড়লে তা আনতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় মোহাম্মদ আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে হাজির হলেও অভিযান চালানোর মতো জনবল ও সরঞ্জাম না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারেননি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা চালাতে না পেরে তারা কোস্টগার্ড সদস্যদের বিষয়টি অবহিত করেছেন।