ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১১ নভেম্বর

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন ১১ নভেম্বর

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৫:৫২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২১:৫২

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধনের তারিখ এগোল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর এই রেলপথ উদ্বোধন করবেন। বৃহস্পতিবার রাতে সমকালকে এ তথ্য জানান প্রকল্পটির পরিচালক মো. সুবক্তগীন। গত ১৬ অক্টোবর প্রকল্প পরিদর্শনে এসে ১২ নভেম্বর উদ্বোধনের কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেললাইনটি নির্মাণ হওয়ায় এখন ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাবে।

প্রকল্পটির পরিচালক মো. সুবক্তগীন বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। সেখানে সুধী সমাবেশ হবে। আইকনিক স্টেশন ও রেলপথের উদ্বোধন করবেন তিনি। এর আগে ৭ নভেম্বর রেলমন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাবে। বাণিজ্যিকভাবে কখন এই রুটে ট্রেন চলাচল করবে সে সিদ্ধান্ত এখনও হয়নি। সুবক্তগীন জানান, শুরুতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে আড়াই থেকে ৩ ঘণ্টা সময় লাগবে। পরে এটি দুই ঘণ্টায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা লাগে।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কক্সবাজারে প্রস্তুত হয়েছে আইকনিক রেলওয়ে স্টেশন। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়।

আরও পড়ুন