চট্টগ্রামে এবারও আলোচনার কেন্দ্রে আ জ ম নাছির

আ জ ম নাছির
তৌফিকুল ইসলাম বাবর, চট্টগ্রাম
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০০:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০১:১৬
সংসদ নির্বাচন এলেই চট্টগ্রামে আলোচনায় আসেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তবে আলোচনায় এলেও আগের নির্বাচনে তিনি মনোনয়ন ফরমই নেননি। এবার নগরীর তিনটি আসনের জন্য দলের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে চট্টগ্রামে আবারও আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগের এই নেতা।
আ জ ম নাছিরের ঘনিষ্ঠজনরা জানান, নির্বাচনে অংশ নিতে আগ্রহ থাকলেও দলের হাইকমান্ডের ‘সবুজ সংকেত’ না পাওয়ায় এর আগে তিনি মনোনয়ন সংগ্রহ করেননি। এবার তিনি তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি হাইকমান্ডের ‘সবুজ সংকেত’ পেয়েছেন?
গত ১৮ নভেম্বর চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন আ জ ম নাছির। পরদিন সেগুলো জমা দেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে নগর যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চু এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ। আ জ ম নাছির দলের মনোনয়ন পেলে এ তিনজনের মধ্যে থেকে কেউ বাদ পড়বেন।
গত ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে অংশ নিতে জোর তৎপরতা চালান আ জ ম নাছির। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন ফরম নেননি। ওই উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়ে জয়লাভ করেন তাঁর অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। এর পর ৩০ জুলাই হয় চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে উপনির্বাচন। সেখানেও প্রার্থী হতে আগ্রহ দেখান সাবেক মেয়র নাছির। কিন্তু পরে মনোনয়ন ফরম নেননি। এই উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়ে জয়লাভ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন বাচ্চু। দুটি উপনির্বাচনেই দলের প্রার্থীকে জয়ী করতে রাতদিন পরিশ্রম করেন আ জ ম নাছির।
এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে তিনি মেয়র পদে জয়লাভ করেন। তবে পরবর্তী নির্বাচনে দলের মনোনয়ন পাননি। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে জয়লাভ করেন বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
আ জ ম নাছির বলেন, ‘এবারের নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নগরীর তিনটি আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছি। আমাকে মনোনয়ন দিলে দলকে জয় উপহার দিতে পারব বলে আশা রাখি।’ তবে দলের সভাপতি শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন, তাকে বিজয়ী করতে কাজ করবেন বলে জানান তিনি।
সাবেক মেয়র নাছির বলেন, ‘সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। নগরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার কথা জানি। কোথায় ব্যর্থ, কোথায় সফল তাও অনুভব করি। তাই আমার কাজ করার সুযোগ রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগে অংশীদার হতে নির্বাচনে অংশ নিতে চাই।’