বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৬ মার্চ। এ উপলক্ষে ওই দিন সারাদেশে বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনা ঘটবে। 

ওই দিন সারাদেশে পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা এবং নানা কর্মসূচির মাধ্যমে সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে সকাল ৮টায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে দলীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল করা হবে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি মানুষসহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনে দলীয় পতাকা সমুন্নত রাখতে গিয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। একইসঙ্গে অতীত ও বর্তমানে নানাভাবে যাঁরা দলে অবদান রেখেছেন ও রাখছেন তাঁদের অভিনন্দন জানিয়েছেন।