সীতাকুণ্ডে সাত অক্সিজেন প্ল্যান্টের মধ্যে ৪টির সেফটি প্ল্যান অনুমোদন নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এর মধ্যে একটি সীমা অক্সিজেন প্ল্যান্ট।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডে একাধিক অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। তবে সীমা অক্সিজেন প্ল্যান্টসহ অধিকাংশ প্ল্যান্টে ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুমোদন নেই। সীমা অক্সিজেন কর্তৃপক্ষ সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য আবেদন করলেও এখনো অনুমোদন পায়নি।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন লিমিটেড প্লান্টে বিস্ফোরণ ঘটে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ।

বিস্ফোরণে সীমা অক্সিজেন কারখানাটিসহ আশপাশের কয়েকটি কারখানা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে আশপাশের তিন কিলোমিটার দূর থেকেও। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে এর ফলে দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া একটি লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হন। একইভাবে আহত হন পিংকি নামে এক নারী শ্রমিকও।

সীমা অক্সিজেন প্ল্যান্ট ছাড়াও সীতাকুণ্ডে আরও যেসব অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেগুলো হলো-  কুমিরায় কে আর অক্সিজেন লিমিটেড, বারআউলিয়া এলাকায় মদিনা অক্সিজেন, জিরি অক্সিজেন, চৌধুরীঘাটা এলাকায় রিগ্যাল অক্সিজেন, মদনহাট এলাকায় এসএল অক্সিজেন, কদমরসুল ব্রাদার্স অক্সিজেন। এছাড়া বন্ধ রয়েছে আরও ৪টি অক্সিজেন প্লান্ট।