- চট্টগ্রাম
- ফরিদপুরে সিপিবির শুভেচ্ছা সমাবেশ
ফরিদপুরে সিপিবির শুভেচ্ছা সমাবেশ

শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শুভেচ্ছা সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আজাদ আবুল কালাম।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সদস্য বেলায়েত হোসেন, সদর উপজেলা সিপিবির সভাপতি ফকির আব্দুল মান্নান, জেলা সিপিবির অঙ্গসংগঠন কৃষক সমিতির সভাপতি সুধীন সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাদিম।
বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৯৪৮ সাল থেকে বাংলাদেশের ঐতিহাসিক সকল লড়াই-সংগ্রামে অংশগ্রহণ ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করেছে। সারাদেশে এ দলের রয়েছে এক উজ্জ্বল, মানবিক, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধ। স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারের কথা আজ মূল্যহীন। দেশের মানুষের ভোটাধিকার নেই, নির্বাচনব্যবস্থা রয়েছে দলীয় সরকারের অধীনে। দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের গণদাবি এখনো উপেক্ষিত। একাধিকবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বাড়িয়েছেন।
বক্তারা আরও বলেন, দেশের অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা জীবন মেহনতি, শ্রমজীবী ও অসহায়দের পক্ষে কাজ করেছে। তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার হয়েছে।
তারা বলেন, বিদেশে টাকা পাচার, ব্যাংক ডাকাতি বেড়ে চলেছে। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমানো ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানাই।
সমাবেশ শেষে জনতা ব্যাংকের মোড় থেকে লালপতাকা শোভিত একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক ধরে এগিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মন্তব্য করুন