রাঙামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের মানিকছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে একটি বাসে করে ৫০ জন পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেন। তারা রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ শেষে সন্ধ্যার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি এলাকায় পাহাড়ের ঢালু স্থানে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু'জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। 

তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন হাসান উদ্দীন, আনসার খান ও নূর ইসলাম। দুর্ঘটনার পর পর মানিকছড়ি এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুদিকে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। 

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পর্যটকবাহী বাসের দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।