- চট্টগ্রাম
- সিডিএর বিরুদ্ধে মন্ত্রণালয়ে নালিশ দেবে চসিক
সিডিএর বিরুদ্ধে মন্ত্রণালয়ে নালিশ দেবে চসিক

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে সিটি করপোরেশনের সাধারণ সভায় সরকারি দপ্তরের প্রতিনিধিদের থাকার কথা বলা আছে। কিন্তু নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো প্রতিনিধি সিটি করপোরেশনের সাধারণ সভায় থাকেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলররা।
তাঁরা বলছেন, নগরে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। প্রতিনিধি না থাকায় এসব প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়ে তাঁদের অবহিত করা যাচ্ছে না। ফলে বিষয়টি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর অনুরোধ করেন কাউন্সিলররা।
আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এতে সিডিএর প্রতিনিধি অনুপস্থিতির বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়।
সিটি করপোরেশনের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী সাধারণ সভায় সিডিএর প্রতিনিধি না থাকার বিষয়টি নজরে আনেন। তিনি বলেন, নগরের মুরাদপুর এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। সেখানে রাস্তা বন্ধ। নির্মাণকাজের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু এসব বিষয়ে দায়িত্বশীল সংস্থা সিডিএর কোনো প্রতিনিধি সভায় থাকেন না। তাহলে কাউন্সিলররা জনদুর্ভোগের কথা কাকে বলবেন?
এ সময় বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করতে মেয়রকে অনুরোধ করেন কাউন্সিলররা। রেজাউল করিম চৌধুরী বলেন, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য গুরুত্বপূর্ণ মুরাদপুর মোড় ও মূল সড়কে কাটাকাটির কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন করতে হবে।
সিটি করপোরেশনের সাধারণ সভায় প্রতিনিধি না পাঠানোর বিষয়ে জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, সভার ৭ থেকে ১০ দিন আগে চিঠি দেয় সিটি করপোরেশন। কিন্তু পরবর্তী সময়ে আর যোগাযোগ করে না। এ কারণে কাজের চাপে সভার বিষয়টি অনেক সময় স্মরণে থাকে না। অথচ সিডিএতে সভা হলে দফায় দফায় স্মরণ করিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন