নওগাঁর আত্রাইয়ে আবু সাইদ সোহাগ নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে মোতালেব হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

মোতালেব সংসাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে। এর আগে সোমবার রাতে সোহাগের বাবা দিদার সাকিদার বাদী হয়ে এজাহারনামীয়সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

স্থানীয়রা জানান, সিংসাড়া গ্রামের আবু সাইদ সোহাগ রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গ্রামের পূর্বপাড়া ওমর মাস্টারের পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাগনে রবিন হোসেনসহ স্বজনরা দাবি করেন, সোহাগ একই গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন এবং বিয়ে করেন। প্রায় তিন বছর সংসার করার পর উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ছয়-সাত মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়। এ ঘটনায় সোহাগের শ্বশুরপক্ষের লোকজন তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মামলাটির সুষ্ঠু তদন্ত চলছে। পুলিশ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।