- চট্টগ্রাম
- প্রধানমন্ত্রীর সফরে যেন জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত না হয়: সিপিবি
প্রধানমন্ত্রীর সফরে যেন জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত না হয়: সিপিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফরে যেন দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটির নেতারা বলেছেন, সরকারের মেয়াদের প্রায় শেষপ্রান্তে প্রধানমন্ত্রীর জাপান সফর বিশেষ তাৎপর্য বহন করছে। এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের সঙ্গে যে ত্রিদেশীয় সমঝোতার কথা শোনা যাচ্ছে সেটি বেশ উদ্বেগজনক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এসব কথা জানান।
তারা বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকালে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইচ্ছানুযায়ী বাংলাদেশে একটি মার্কিন নৌঘাঁটি স্থাপন বিষয়ে আলোচনা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এটি সম্পন্ন হলে, তা হবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি। এ ধরনের চুক্তি বা সমঝোতা হবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।
নেতারা বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে সাম্রাজ্যবাদী শক্তির কাছে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এভাবে বিকিয়ে দেয়ার প্রচেষ্টা কখনো শুভ হবে না। বাংলাদেশের জনগণ এ ধরনের চক্রান্ত প্রতিহত করবে।
বিবৃতিতে এ ধরনের সমঝোতা থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান নেতারা।
মন্তব্য করুন