- চট্টগ্রাম
- সংখ্যালঘুদের ওপর হামলা: চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা
সংখ্যালঘুদের ওপর হামলা: চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

গত ২০ মে কুমিল্লার দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালানো হয়। ছবি: সমকাল
কুমিল্লার দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারে হামলা ও লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী এনামুল হক নিজাম।
আসামিরা হলেন– দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), তাঁর ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল (৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), মো. গাফফার (৩৫) ও মো. মামুন (২৬)।
অভিযোগ রয়েছে, গত ২০ মে দেবিদ্বার উপজেলার চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময়ে সমাবেশ আহ্বান করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তখন ঘটনাস্থলের পাশে পরিমল সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান মামলার আসামিরা।
ঘরের মালপত্র লুটের অভিযোগও রয়েছে। তবে রাতে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, ‘ঘটনার সময় আমি স্কুলমাঠে ছিলাম, উত্তেজিত জনতা ভাঙচুর করে থাকতে পারে। কারা হামলা করেছে, তা জানা নেই।’
আইনজীবী কাজী এনামুল হক নিজাম জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন