- চট্টগ্রাম
- প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিহত মো. এমরান। ছবি: সমকাল
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. এমরান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. মিজান (২৫) নামের আরেক মোটরসাইকেল আরোহী। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমরান উপজেলার ঢেমশা ইউনিয়নের শাহ মোহছেন ফকির পাড়ার আব্দুল মান্নানের ছেলে। আহত মিজান একই এলাকার আব্দুল আলমের ছেলে।
নিহতের মামা ও ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, শুক্রবার বিকেলে মিস্ত্রি আনতে মোটরসাইকেলে এমরান বাজালিয়ায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বুড়ির দোকান এলাকায় একটি টমটমকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকার ও তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমরান মাথায় গুরুতর আঘাত পান। মিজানও আহত হন। স্থানীয়রা এমরানকে প্রথমে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে ওই যুবকের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।
মন্তব্য করুন