- চট্টগ্রাম
- মিয়ানমার থেকে অনুপ্রবেশ, ৪ বাংলাদেশিসহ ২৩ রোহিঙ্গা আটক
মিয়ানমার থেকে অনুপ্রবেশ, ৪ বাংলাদেশিসহ ২৩ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গারা- সমকাল
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চার দালালসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্য, ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশুসহ ৪ জন দালাল রয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়ায় একটি বাড়িতে কিছু লোকজন জড়ো হওয়ার খবরে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯ জন মিয়ানমারের নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ ঘটনায় ৪ জন বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছ কেন কীভাবে তারা বাংলাদেশে এসেছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন