- চট্টগ্রাম
- পোড়া তেলের ব্যবসার দ্বন্দ্বে যুবক খুন
পোড়া তেলের ব্যবসার দ্বন্দ্বে যুবক খুন

প্রতীকী ছবি
পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জের বন্দরে রোমান আহমেদ (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নিহত রোমানের বাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে। মদনগঞ্জ ছৈয়াল বাড়ির ঘাট এলাকার আদু মিয়ার ছেলে রোমান ওরফে ক্যাপ রোমান বন্দরের চর ধলেশ্বরী এলাকায় পোড়া তেলের ব্যবসা করতেন। স্থানীয় সূত্র জানায়, এ নিয়ে তার সঙ্গে বিরোধ দেখা দেয় ঘারমোড়া এলাকার মহিদ মিয়ার ছেলে অনিকের। গত বছরের ২২ অক্টোবর একই এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তখন ককটেল বিস্ফোরণ ও একটি অটোরিকশা পুড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার রাত ৮টার দিকে ঘারমোড়া বাজারে দু’পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে অনিকের অনুসারীরা রোমানকে বেধড়ক পিটুনি দেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। উদ্ধার করে রোমানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রোমানের বিরুদ্ধেও থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মন্তব্য করুন