- চট্টগ্রাম
- নিজ অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে
মাহবুব উদ্দিন বললেন
নিজ অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে

ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যরা- সমকাল
সরকার পতনের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, শেখ হাসিনার অধীনে এবার ভোটে গেলে আগের রাতে নয়, দু’দিন আগেই ভোট হয়ে যাবে। এ জন্য আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
শুক্রবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মাহবুব উদ্দিন। তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মী চুপ হয়ে গেছেন। নৌকা এখন ডুবুডুবু।’
উপজেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফ, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রমহান মঞ্জু প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন