- চট্টগ্রাম
- চবি শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
চবি শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়াছিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে চৌধুরীহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ইয়াছিন হাটহাজারী উপজেলার ফতেপুর ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার আতাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর একটা ৩০মিনিটের শহরগামী ট্রেনে উঠেন ইয়াছিন। দুপুর ২টার দিকে শাটল ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে ইয়াছিন ট্রেন থেকে নেমে দুই বগির সংযোগস্থল দিয়ে ছাদে উঠার চেষ্টা করেন। ওই সময় ট্রেন ছেড়ে দিলে তিনি নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন। তার শরীর থেকে বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম বলেন, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন