- চট্টগ্রাম
- সাত বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার আসামি কালু
আলোচিত মিতু হত্যা মামলা
সাত বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার আসামি কালু

মাহমুদা আক্তার মিতু। ফাইল ছবি
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার পলাতক আাসমি খাইরুল ইসলাম কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার রাত ২টার দিকে নগরের আকবর শাহ থানার ছিন্নমূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত ঘটনাটির সাত বছরের মাথায় গ্রেপ্তার করা হলো তাকে। গ্রেপ্তার খাইরুল ইসলাম কালুর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পুলিশ সুপার নাইমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতু হত্যা মামলার আসামি কালু বিভিন্ন ছদ্মবেশ নিয়ে গত সাতবছর ধরে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন। সর্বশেষ তিনি আকবর শাহ এলাকায় একটি ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে চাকরি করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
গ্রেপ্তারের পর কালুকে পরোয়ানামূলে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে আদালতে হাজির করবে বলে জানিয়েছেন পিবিআইয়ের এই কর্মকর্তা।
আলোচিত মিতু হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে চট্টগ্রামের একটি আদালতে। পলাতক কালুকে গ্রেপ্তার পরোয়ানার পাশাপাশি বিদেশযাত্রা ঠেকাতে তার পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। চলতি বছরের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৯ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে মিতুর বাবা মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
মন্তব্য করুন