- চট্টগ্রাম
- বলপয়েন্ট কলমের দাম কমানোর প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী
বলপয়েন্ট কলমের দাম কমানোর প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি - ফাইল ছবি
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির হারে শিক্ষাখাতে বরাদ্দ বেশি হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাজেট পরবর্তী আলোচনায় শিক্ষা উপকরণের মধ্যে বলপয়েন্ট কলমের দাম কমানোর প্রস্তাব করা হবে।
শনিবার দুপুরে জেলা শহরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মেগা প্রজেক্টগুলোর কাজ শেষ হলে আমি আশা করি শিক্ষা খাতে মেগা প্রকল্পের কাজ শুরু করা যাবে।
তিনি বলেন, আরেও যে খাতে বেশি দরকার, সেটি হলো গবেষণা খাত। তাই এবারও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশ্বাস করি, এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা খাতকে গুরুত্ব দেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ও কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলামসহ স্কুলের শিক্ষকদের ও শিক্ষার্থীরা।
/এসআর/
মন্তব্য করুন