- চট্টগ্রাম
- ২১ বছর দেশ পরিচালনাকারীরা আখের গুছিয়েছে
চট্টগ্রামে বিএমএ সভাপতি
২১ বছর দেশ পরিচালনাকারীরা আখের গুছিয়েছে

বিপিএ চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান। ছবি: সমকাল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, ২১ বছর যারা দেশ পরিচালনা করেছিল, তারা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন দূরের কথা, দেশের জন্য কিছুই করেনি। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। শেখ হাসিনা সরকারের আমলেই স্বাস্থ্য খাতের প্রকৃত উন্নয়ন হয়েছে।
শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সংগঠন পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন খাতে অবদানের জন্য চট্টগ্রামের ছয় গুণী চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়।
মোস্তফা জালাল বলেন, সরকারের স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন দৃশ্যমান ছিল কভিড মহামারিকালে। করোনা মোকাবিলায় বাংলাদেশের সফলতা দারুণভাবে প্রশংসিত হয়েছে। চিকিৎসকদের আন্তরিকতার কারণেই শক্ত হাতে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি আমরা। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফের শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসকদের সব দাবি পূরণ হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এরই মধ্যে চিকিৎসকদের অনেক দাবি পূরণ করেছেন।
বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিদুল্লাহ, পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বিএমএর সহসভাপতি ডা. শেখ শফিউল আজম, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক, বিপিএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া প্রমুখ।
মন্তব্য করুন