- চট্টগ্রাম
- জনতার হাতে ওএমএসের সাড়ে চার টন চাল জব্দ
জনতার হাতে ওএমএসের সাড়ে চার টন চাল জব্দ

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি জিপভর্তি সাড়ে চার টন ওএমএসের চাল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মানিকছড়ি বাজারের রহমানিয়া অটো রাইস মিলের সামনে থেকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জিপটি পুলিশের হেফাজতে রাখা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সরকারের খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলার মাসুদ হোসেন বাপ্পীর গোডাউন থেকে চালগুলো রহমানিয়া অটো রাইস মিলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা গাড়িটি আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেয়। উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা কামরুল আলম ঘটনাস্থলে যান। পরে উপস্থিত জনতা সমাল দিতে ও আইনি ব্যবস্থা নিতে তিনি চালভর্তি গাড়িটি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বলেন, এ ঘটনা তদন্তে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানিকছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, স্থানীয়দের হাতে ধরা পড়া ৯০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনাকে একটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ডিলার মাসুদ হোসেন বাপ্পী। তিনি জানান, শনিবার চালগুলো তিনটরহী ইউনিয়ন ও বাটনাতলী ইউনিয়নে পৌঁছে দিতে গাড়ি রওনা দেয়। তবে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে রহমানিয়া অটো রাইস মিলের সামনে গাড়ি দাঁড় করিয়ে এ ঘটনা ঘটিয়েছে মানিকছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম ও উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকার মাইন উদ্দিন। তবে মাসুদের এ অভিযোগ অস্বীকার করেছেন মো. সেলিম।
মন্তব্য করুন