- চট্টগ্রাম
- ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রিকশাচালকের আত্মহত্যা!
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রিকশাচালকের আত্মহত্যা!

চট্টগ্রাম নগরীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক রিকশাচালক। সোমবার সকালে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
তার নাম আব্দুর রহিম (৫১)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব মাইজছড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি বিশ্ব কলোনী এলাকায় হানিফ মাস্টারের বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ বলছে, ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ সূত্র জানায়, রহিম রিকশা চালিয়ে পরিবারে খরচ মেটাতেন। তার তিন মেয়ে ও দুই ছেলে। সংসার খরচ চালাতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন তিনি। ঋণ পরিশোধ করতে না পারায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রায় ঝগড়া হতো। সোমবারও একটি এনজিও সংস্থায় ঋণের কিস্তি পরিশোধের কথা ছিল। তাতে ১৫০ টাকা কম ছিল। তা নিয়ে সকালে পরিবারের লোকজনের সঙ্গে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘এক ব্যক্তির আত্মহত্যার খবর শুনে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ‘ তিনি বলেন, ‘পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন। তা পরিশোধ করতে পারছিলেন না। এসব নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হতো। সোমবার সকালেও ঝগড়ার এক পর্যায়ে আত্মহত্যা করেন। বিষয়টি কতটুকু সত্য তা খতিয়ে দেখা হচ্ছে।’
মন্তব্য করুন