উপমহাদেশের প্রখ্যাত প্রয়াত রাজনীতিবিদ ও সাংবাদিক এবিএম মুসার স্মরণে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

এবিএম মুসা ও সেতারা মুসা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। এই ফাউন্ডেশন প্রথমবারের মত ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ৯ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী,পরশুরাম) এর এমপি শিরীন আখতার।

ফুলগাজীর উত্তর শ্রীপুর আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুসা-সেতারার তনয়া সাংবাদিক মরিয়ম সুলতানা মুসার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক বাবু গৌরি শংকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার, ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান প্রমুখ।

পরে এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া ৯ জন মেধাবীকে ফাউন্ডেশনের তহবিল থেকে ক্রেস্ট, নগদ টাকা ও মুসার লেখা ২টি করে বই তুলে দেন অতিথিরা।

বিষয় : এবিএম মুসা মেধা বৃত্তি

মন্তব্য করুন