- চট্টগ্রাম
- বান্দরবানে গোলাগুলিতে কেএনএফ সদস্য আহত
বান্দরবানে গোলাগুলিতে কেএনএফ সদস্য আহত

আহত কেএনএফ সদস্য - সমকাল
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার জাইঅংপাড়া পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহত কেএনএফ সদস্যকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে কেএনএফের একদল সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজির জন্য রুমা সদরের জাইঅংপাড়ায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে ওই এলাকায় যায় সেনাবাহিনীর একটি টহল দল। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালান কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনাদের টহল দল। এতে পিছু হটে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে আহত কেএনএফ সদস্য বয়রাম বমকে (২২) উদ্ধার করা হয়। তার বাড়ি রুমা সদরের বেথেলপাড়ায়। তিনি জারেম লাল বমের ছেলে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রুমায় গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি জানান, সেনাবাহিনী ও কেএনএফের মধ্যে গোলাগুলিতে আহত এক যুবককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাসদস্যরা।
মন্তব্য করুন