ইউপিডিএফ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
কতুকছড়ির একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ২১:০১
রাঙামাটির বাঘাইহাটে নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার রাঙামাটির কতুকছড়ির একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদসহ (পিসিপি) তিনটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিপির জেলা শাখার সভাপতি তনুময় চাকমা। এ সময় উপস্থিত ছিলেন পিসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, সাংগঠনিক সম্পাদক নিকি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক থুইনুমং মারমা ও সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমাসহ তিন সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৯ জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব সৃষ্টির লক্ষ্যে এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফের ৫০ জন সশস্ত্র সদস্য বাঘাইহাটে অবস্থান নেয়। এ সময় তারা গ্রামবাসীকে হয়রানি ও নির্যাতন করে। প্রতিরোধ করতে গেলে গ্রামবাসীর সঙ্গে এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নাঈম নামে এক গাড়ির হেলপার নিহত হন। এ হত্যার ঘটনায় নিহতের চাচা বাবুল ইসলামের কাছ থেকে সাদা কাগজে নেওয়া স্বাক্ষর ব্যবহার করে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমাসহ সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
সংবাদ সম্মেলন থেকে নেতারা ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে– হত্যার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার, সন্ত্রাসীদের মদত ও পৃষ্ঠপোষকতা বন্ধ, প্রশাসন কর্তৃক এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফের (ঠ্যাঙাড়ে বাহিনী) সন্ত্রাসীদের মদত ও পৃষ্ঠপোষকতা বন্ধ ও সংগঠনটি ভেঙে দেওয়া, সাজেকে জনপ্রতিনিধি, পাহাড়ি-বাঙালি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে হুমকি প্রদান বন্ধ, বাঘাইহাট বাজারে পণ্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের ওপর হস্তক্ষেপ বন্ধ, স্থানীয় বাঙালি ও ব্যবসায়ীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।
- বিষয় :
- রাঙামাটি