ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চুয়েটে পুরকৌশল সম্মেলন শুরু আজ

চুয়েটে পুরকৌশল সম্মেলন শুরু আজ

ছবি: সংগৃহীত

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০১:৫৮

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী পুরকৌশল সম্মেলন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। পুরকৌশলের অগ্রগতির ওপর সপ্তম আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করেছে চুয়েটের পুরকৌশল বিভাগ।

বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান ড. আয়শা আখতার, অধ্যাপক ড. মো. সজীব উল্লাহ ও ড. বিপুল চন্দ্র মণ্ডল।

এ সময় তারা বলেন, এই সম্মেলনে আটটি দেশের (বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস) শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও স্কলাররা অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এবারের সম্মেলনে দুটি মূল প্রবন্ধ এবং চারটি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনে ৪৪৭টি গবেষণাপত্র উপস্থিত হবে। এ অনুষ্ঠানের স্পন্সর জিপিএইচ ইস্পাত লিমিটেড। আজ সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান।

দেশি গবেষকদের পাশাপাশি বিদেশিদের কাছ থেকে ২৯১টি গবেষণাপত্র জমা নেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনশর বেশি বিদেশি স্কলার ও গবেষক সম্মেলনে থাকবেন বলে আয়োজকদের আশা।

আরও পড়ুন

×