ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

শাস্তির মুখে পড়ছেন চসিকের সেই প্রকৌশলী ঝুলন

শাস্তির মুখে পড়ছেন চসিকের সেই প্রকৌশলী ঝুলন

ঝুলন কুমার দাশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০২:২১

ছাত্র-জনতার আন্দোলন চলার সময় রাতে চট্টগ্রাম নগরে সড়কবাতি নিভিয়ে রাখার ঘটনায় আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাশ শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। বিভাগীয় ব্যবস্থা নিতে বদলির মাত্র আড়াই মাসের মাথায় তাঁকে নিয়োগকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ফিরিয়ে আনা হয়েছে। তবে তিনি কী শাস্তি পেতে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

চসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। গত ১৪ আগস্ট তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান, গত ৩ থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঝুলন কুমার দাশের নির্দেশে সড়কবাতি বন্ধ রাখা হয়। এতে রাতের অন্ধকারে তাদের ওপর নির্মম নির্যাতন চালানোর পাশাপাশি গুলিবর্ষণও হয়। মৃত্যুর ঘটনাও ঘটে। 

এজন্য ঝুলনকে বরখাস্তের দাবি জানান তারা। 

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই ঝুলনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করে চসিক। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গত ২৬ সেপ্টেম্বর তাঁকে রংপুর সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগ। সবশেষ গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ অপর এক আদেশে ঝুলনকে ফের চসিকে বদলি করেছে। ওই চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঝুলনের বিরুদ্ধে বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে চসিক। 

চসিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানান, ঝুলনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেই তাঁকে নিয়োগকারী প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হয়েছে। 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটি সড়ক বাতি নেভানোর সত্যতা পেয়েছে। তবে এতে প্রকৌশলী ঝুলনের সরাসরি সংশ্লিষ্টতা পায়নি। এ কারণে তদন্ত কমিটি শাস্তির সুপারিশ করেনি। কিন্তু বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ঝুলন দায় এড়াতে পারেন না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে, তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আরও পড়ুন

×