ফয়জুন্নেছা ও রফিকুলের ম্যুরাল থেকে অবশেষে মুছল কালি
নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর প্রতিকৃতিতে লাগানো কালি মুছে ফেলা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০৫:৫৫
অবশেষে কুমিল্লা নগরীর সার্কিট হাউস মোড়ে স্থাপিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে লাগানো কালি মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালি মুছে ফেলা হয়।
এর আগে গত মঙ্গলবার কালি মুছতে গিয়ে হামলার শিকার হন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক আবদুর রাজ্জাক। বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও প্রতিবাদ জানান অনেকে। এখনও তাঁর ওপর হামলায় জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেলে কে বা কারা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামে প্রতিকৃতিতে কালি লেপন করে।
নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর প্রতিকৃতি কালি লেপনের প্রতিবাদে গতকাল সকালে নগরীর সার্কিট হাউস ও ঈদগাহ মাঠের মোড়ের গোলচত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ ডেকেছিল নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীরা সেখানে যাচ্ছিল প্রতিকৃতিতে দেওয়া কালি মুছতে। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশে সকালেই প্রশাসন কালি মুছে ফেলায় আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। তবে বিদ্যালয় আঙিনায় শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে হামলার শিকার বাসদ নেতা আবদুর রাজ্জাক এখনও কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, এটা খুশির খবর, জেলা প্রশাসকের নির্দেশে বাংলার প্রথম নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতি থেকে কালি মুছে ফেলা হয়েছে। পুলিশ গত রাতে এসে আমার কাছ থেকে বিস্তারিত জেনেছে। নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে বলে শুনেছি। ৫ আগস্টের পরই প্রতিকৃতি তদারকি প্রতিষ্ঠান সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদ্যোগে তা পরিষ্কার করার দরকার ছিল। কিন্তু আমার শরীর থেকে রক্ত ঝরানোর পর অবশেষে তা করা হলো।
জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, কালি লেপনের ঘটনাটি ঘটেছে ৫ আগস্ট বিকেলে। এটি এতদিন কারও চোখে পড়েনি কেন, বুঝতে পারছি না। ওই ভদ্রলোকের (আব্দুর রাজ্জাক) নজরে আসায় তিনি কালি মুছতে গিয়ে হামলার শিকার হয়েছেন। বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি জানতে পেরে প্রতিকৃতি থেকে কালি পরিষ্কার করে দিয়েছি।
কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আহত ওই বাসদ নেতার সঙ্গে আমরা কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, দেখা হচ্ছে। হামলার ঘটনায় রাতে মামলা হতে পারে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- কুমিল্লা