বাসা থেকে তুলে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারীকে হত্যার অভিযোগ
ওসমান সিকদার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৫
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমান সিকদার (৪০) নামের এক কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে বিমানবন্দসংলগ্ন রিং রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিস সহকারী ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ওসমান সিকদারের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ-খবর নিয়ে লাশের ছবি তার স্বজনদের কাছে পাঠানোর পর পরিবারের সদস্যরা তা নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, নিহতের মাথায় জখমের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহত ওসমান সিকদারের বড় ভাই এমরান সিকদার হাটহাজারী উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারি। তিনি বলেন, তাদের প্রতিবেশী এক যুবকও গতরাতে ওসমানের বাসায় ছিলেন। রাত আড়াইটা বা তিনটার দিকে সাত থেকে আটজন লোক এসে ওসমান আর ওই প্রতিবেশীকে বাসা থেকে ধরে নিয়ে যায়। রাতে দুইজনকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় ওসমানকে মারধর করা হয়েছিল। সঙ্গে ছেলেটিকেও মারধর করেছিল তারা। পরে ওই প্রতিবেশীকে তারা ছেড়ে দেয়। আমার ভাইকে খুন করে ফেলে চলে যায়’। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন এমরান সিকদার।