চসিক মেয়র বললেন
আবর্জনা দেখলে সুপারভাইজারকে ফোন দিন
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতামূলক শোভাযাত্রা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৬
চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো এলাকায় ময়লা-আবর্জনা দেখা গেলে সংশ্লিষ্ট সুপারভাইজারকে ফোন করতে নগরের বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সুপারভাইজার সাড়া না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার নগরের সদরঘাটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতামূলক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতা-কর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও কর্মীরা ঠিকমত কাজ করছে কিনা, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেয়, সেই ব্যবস্থা আমরা করব।’
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদা বলেন, ‘রোগ হয়ে গেলেতো চিকিৎসা নিতে হবে। কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে ডেঙ্গু সেন্টারে আসতে পারে, আমাদের মেমন-২ হাসপাতালে। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।’
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. এসএম সরোয়ার আলমসহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চসিক
- ডা. শাহাদাত হোসেন
- আবর্জনা