ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে তিন দিনের আইসিটি মেলা শুরু বুধবার

চট্টগ্রামে তিন দিনের আইসিটি মেলা শুরু বুধবার

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ২২:৪৩

ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বুধবার তৃতীয়বারের মতো শুরু হবে চট্টগ্রাম আইসিটি ফেয়ার ২০২৫। তিন দিন চলবে এই মেলা। উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে সেমিনার ও আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। দ্বিতীয় দিন আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ ও লাইভ কনসার্ট হবে। শুক্রবার সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে মেলায়। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে মেলায়। সোমবার দুপুরে নগরের আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর পর আগ্রাবাদ থেকে গাড়িবহর সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি মেলার সদস্য সচিব রাজিব শাহরিয়ার বলেন, ‘চট্টগ্রামের আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রায় ২০০টির মতো কোম্পানির সেবা যারা গ্রহণ করেন, তাদের সঙ্গে সরাসরি একটি সম্পর্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলা কমিটির আহ্বায়ক আনোয়ারুল আজিম। উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, মিরাজুল ফয়েজ প্রমুখ।

আরও পড়ুন

×