ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে আগুনে পুড়ল প্রাইভেটকার 

চট্টগ্রামে আগুনে পুড়ল প্রাইভেটকার 

গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ২৩:২১

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেটকার। সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী থানার লালখানবাজার সরকারি অফিসার্স কলোনীর সামনে এ ঘটনা ঘটে। 

আগুনে প্রাইভেটকারটি পুড়ে গেলেও যাত্রীরা রক্ষা পেয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সরকারি অফিসার্স কলোনীর নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানান, প্রাইভেটকারটির যাত্রীরা গাড়িটি রেখে পাশের হাইওয়ে প্লাজায় যান। সেখান থেকে এসে তারা গাড়িতে ওঠেন। গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লোকজন নেমে যায়। এরপর গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। 

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে কল দিলে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন

×