ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ০১:১৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ | ০২:১৫

চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ-খবর নিচ্ছি।

এদিকে দুঘটনার পর তাৎক্ষণিক মেয়েটির পরিচয় না পাওয়ায় ছবি দিয়ে স্থানীয়রা সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দেন। মো. মোজাম্মেল হক চৌধুরী নামের এক ব্যক্তি ফেসবুকে মেয়েটির ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই মেয়েটি কিছুক্ষণ আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে লাশটি বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে আছে। কারো পরিচিত হলে পরিবারে খবর পৌঁছে দিন। অথবা পরিবার খুঁজে পেতে শেয়ার দিন. ’ এছাড়াও আরও অনেকে পোস্ট দেন।

আরও পড়ুন

×