ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল ব‌লে‌ছেন, নির্বাচন ক‌মিশ‌নের কতটুকু নির‌পেক্ষ কাজ কর‌ছে তা দেখার বিষয়। মঙ্গলবার আমার প্রচারণায় হামলা হ‌য়ে‌ছে। অনেকে আহত হ‌য়ে‌ছি। আমরা নির্বাচন ক‌মিশন‌কে জা‌নি‌য়ে‌ছি, তারা তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে। তারা ৪৮ ঘণ্টা নি‌য়ে‌ছে। তারা কি পদ‌ক্ষেপ নেয় আমরা দেখ‌তে চাই। নির্বাচন ক‌মিশ‌নের উচিত ছিল আগে থেকেই সক্রিয় হওয়া। 

বুধবার পৌ‌নে ১১টার দিকে আশ‌কোনা হাজী ক্যাম্প থে‌কে গণসং‌যোগ শুরুর আগে পথসভায় তি‌নি এসব কথা ব‌লেন। এরপ‌র তিনি গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভায় যোগ দেবেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌ন খা‌লেদা জিয়ার মু‌ক্তি সারা দেশের মানু‌ষের মু‌ক্তির সংগ্রাম। মানুষ ভোট দি‌য়ে জা‌নি‌য়ে দি‌তে চায়, কেউ দুর্নী‌তি আর অপশাসন চায় না। জনগণ ভোট দি‌তে পার‌লে ধা‌নের শী‌ষের বিজয় হ‌বে ইনশাল্লাহ। 

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ব‌লেন, আপনারা ভোট কে‌ন্দ্রে যা‌বেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট দি‌য়ে ফলাফল না নি‌য়ে বা‌ড়ি ফির‌বেন না। এটা আপনা‌দের ন্যায্য অধিকার। বিএন‌পির প্রার্থী, ঐক্যফ্র‌ন্টের প্রার্থী ধা‌নের শী‌ষের প্রার্থী তা‌বিথ আউয়ালকে ভোট দি‌য়ে জয়যুক্ত করুন। 

‌তি‌নি ব‌লেন, তা‌বিথ আউয়ালকে ভোট দি‌লে মে‌ট্রোপ‌লিটন সরকার করা হ‌বে। আপনারা নিরাপ‌দে রাজধানী‌তে বাস কর‌তে পার‌বেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।