- সিটি নির্বাচন
- ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না: আ স ম রব
ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না: আ স ম রব

তাবিথ আউয়ালের গণসংযোগে আ স ম আব্দুর রব
ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ফলাফল না নিয়ে কেউ বাড়ি ফিরবেন না।
বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প থেকে তাবিথ আউয়ালের সঙ্গে প্রচারে অংশ নিয়ে রব একথা বলেন।
আ স ম রব বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। এটা আপনাদের ন্যায্য অধিকার।
তিনি বলেন, বিএনপির প্রার্থী, ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
রব বলেন, তাবিথ আউয়ালকে ভোট দিলে মেট্রোপলিটন সরকার করা হবে। আপনারা নিরাপদে রাজধানীতে বসবাস করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন-বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন